logo
আপডেট : 11, December 2024 18:07
কুড়িগ্রাম পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রংপুর রেঞ্জের ডিআইজি

কুড়িগ্রাম পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রংপুর রেঞ্জের ডিআইজি

প্রতিনিধি, কুড়িগ্রাম:

পুলিশি সেবা নিশ্চিত, পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের লক্ষ্য কুড়িগ্রাম জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।

বুধবার (১১ ডিসেম্বর) দিনের শুরুতে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত বার্ষিক পরিদর্শন প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন শেষে কুড়িগ্রাম জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম।

একইসাথে তিনি অস্ত্রাগার, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, বিভাগীয় ভান্ডার, ক্লোথিং স্টোর, মোটরযান শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্রও পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ-পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান, সকল থানা ও ইউনিট ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

জেপি/নি-১১/এমএইচ