বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রক্ত দিয়ে কেনা স্বাধীনতা পিন্ডির কাছ থেকে ছিনিয়ে এনেছি, দিল্লীর কাছে আত্মসমর্পণ করার জন্য না।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রোডমার্চের শুরুতে দেয়া বক্তব্যে একথা বলন তিনি।
রিজভী বলেন, 'আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, এই স্বাধীনতা আমরা বিক্রি করে দেব? আমরা পিন্ডির কাছে থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব, এই রক্ত আমাদের নেই।'
তিনি বলেন, আজকে ভারতের শাসকগোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে সমালোচিত। অথচ ভারত গণতান্ত্রিক দেশ।ওরা (ভারত) চায়না বাংলাদেশ তাদের জনগণের কথায় চলুক। তারা চায়না ভূটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা নিজের কথায় চলুক। তারা চায় এইসব দেশ দিল্লীর কথায় চলতে হবে।
রিজভী আরও বলেন, মমতা ব্যানার্জি বলেছে আমাদের এখানে শান্তিরক্ষী বাহিনী পাঠাবে, আরেক নেতা দাবি করেছে তারা চট্টগ্রাম দখল করবে। চট্টগ্রাম দাবি করলে আমাদের ওইখানে নবাবের জায়গা বাংলা বিহার উড়িষ্যা দাবি করতে পারিনা? আমরাও সেই জন্য দাবি করেছি। মমতা ব্যানার্জি সেইজন্য নাকি খুব মন খারাপ করেছে। আসেন বাংলাদেশ দখল করতে আমরা তো আর ললিপপ খাবোনা। আসেন চট্টগ্রাম দখল করতে আমরা বসে বসে আমলখী খাবো না। আমরাও আমাদের তেজ ও শক্তি দিয়ে তা রক্ষা করবো।
উল্লেখ্য, ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশন অফিসে হামলার প্রতিবাদে ঢাকা থেকে আগরতলার উদ্দেশ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল এই রোড মার্চ করছে।
জেপি/নি-১১/এমএইচ