logo
আপডেট : 05, December 2024 12:43
এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়াল মাদ্রিদের হার

এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়াল মাদ্রিদের হার

ফের হতাশ কলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি মিস করলেন তিনি আবারও। যদিও পরে  সমতায় ফেরেন তিনি কিন্তু ভালভার্দের ভুলের মাশুল দিতে হয়েছে শেষদিকে। ফলে লা লিগার ম্যাচে বিলবাও-এর সঙ্গে ২-১ গোলে ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরুতে গোল করা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি রিয়াল। চতুর্দশ মিনিটে গোল করেন  এমবাপ্পে। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে সেই গোলটি বাতিল হয়ে যায়। এরপর বেশ কয়েকটি সুযোগ পায় উভয় দলই কিন্তু কেউ কাজের কাজ করতে পারেনি।  ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয় গোল শূন্যতে।

দ্বিতীয়ার্ধের শুরু পর এগিয়ে যায় বিলবাও। ৫৪ মিনিটে নিকো উইলিয়ামসের ক্রস থেকে দলকে এগিয়ে নিয়ে যান বিলবাও। ৬৮ মিনিটে বক্স ফাউলের শিকার হন রিয়ালের রুডিগার। পেনাল্টি পায় রিয়াল। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে। ৭৮ মিনিটে বেলিংহ্যামের গোলে সমতায় ফেরে রিয়াল।

এরপর ২ মিনিটের মাথায় গোল করে আবার লিড নেয় বিলবাও। রিয়ালের বক্সের কাছাকাছি ফেদে ভালভার্দের ভুলের কারণে বল পেয়ে যায় গুরুজেটা। টেনে নিয়ে সহজে রিয়ালের জালে ঢুকিয়ে দেন তিনি। পরবর্তীতে আর কোনো গোল না হওয়ায় ম্যাচটিতে ২-১ গোলে হরে যায় রিয়াল।

এই ম্যাচ শেষে ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনা আছে ৩৭ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে।

জেপি/নি-৫/প