logo
আপডেট : 05, December 2024 11:02
আইনজীবী সাইফুল হত্যার মূল আসামি চন্দন দাস গ্রেফতার

আইনজীবী সাইফুল হত্যার মূল আসামি চন্দন দাস গ্রেফতার

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দন দাসকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভৈরব থানার ওসি মো. শাহিন মিয়া জানান, ঘটনার পর মামলা হলে প্রধান আসামি চন্দনকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে চট্টগ্রাম ডিবি জানতে পারে যে চন্দনের শ্বশুরবাড়ি ভৈরবে। দুইদিন চট্টগ্রামে অবস্থান করার পর বুধবার তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানা যায় যে চন্দন ভৈরবে অবস্থান করছেন। এ খবর আমাদেরকে জানানো হলে পুলিশ সন্ধ্যার পর থেকে ভৈরব রেলস্টেশনে অবস্থান নেয়। রাত ১১টার দিকে পুলিশ রেলস্টেশন এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ওসি আরও বলেন, চন্দনের শ্বশুরবাড়ি ভৈরবের মেথরপট্টিতে। ট্রেন থেকে নেমে তিনি স্টেশনে ঘোরাঘুরি করছিলেন। তার ইচ্ছা ছিল রাত গভীর হলে শ্বশুরবাড়ি আশ্রয় নেবেন। এরইমধ্যে আমরা তাকে গ্রেফতার করি। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। চট্টগ্রাম থেকে পুলিশ এলেই তাকে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর রাতে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়। পরদিন ২৬ নভেম্বর তাকে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম আদালতে নেওয়া হয়। এর পর থেকেই আদালত প্রাঙ্গণে সনাতনী সম্প্রদায়ের লোকজন জড়ো হতে থাকেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিলে তারা বিক্ষোভ শুরু করেনে এবং মসজিদ, আইনজীবীদের গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন স্থানে হামলা শুরু করেন। এরই একপর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে (৩৫) উপর্যুপরি কুপিয়ে হত্যা করে তারা।

জেপি/নি-৫/এমএইচ