logo
আপডেট : 05, December 2024 11:09
‘জাতির অস্তিত্বের প্রশ্নে’ সবাইকে এক হওয়ার আহ্বান ড. ইউনূসের

‘জাতির অস্তিত্বের প্রশ্নে’ সবাইকে এক হওয়ার আহ্বান ড. ইউনূসের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি, তারা এটিকে মুছে দিয়ে আগের অবস্থায় ফেরানোর অপচেষ্টা চালাচ্ছে। সেই সাথে ‘জাতির অস্তিত্বের প্রশ্নে‘ রাজনৈতিক দলের মতাদর্শ পাশে রেখে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানান তিনি।

আজ বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ফেরেন সার্ভিস একাডেমিতে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

এসময় ড. ইউনূস বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি তা হয়ত অনেকের পছন্দ হচ্ছে না। নানা ভাবে এটাকে রুখে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

তিনি বলেন, ৫ আগস্টের পর বাস্তবতার দিক থেকে আপনারা এগুলো দেখেছেন। আমরা নতুন যে বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছি, সেটা ধামাচাপা দিয়ে আরেক কাহিনি তারা রচনা করছে।সারাক্ষণ একটা রূপরেখা তারা দিয়ে যাচ্ছে। এটা যে এক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তা নয়, বিশেষ বড় বড় দেশের মধ্যে এটা ছড়িয়ে গেছে।

প্রধান উপদেষ্টা, বলেন, এ অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি তারা এটা মুছে দিতে চায় । আড়াল করতে চায়। এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। তাদের মতে, আমাদের এখানে ভয়ংকর একটা কাণ্ড ঘটে গিয়েছে, এটা থেকে আমাদের রক্ষা করতে হবে।

জেপি/নি-৪/প