logo
আপডেট : 03, December 2024 18:28
মধ্যপ্রাচ্যকে নরক বানাতে ট্রাম্পের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যকে নরক বানাতে ট্রাম্পের হুঁশিয়ারি

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রেসিডেন্ট হিসেবে অভিষেককে কেন্দ্র করে নতুন মোড় নিতে যাচ্ছে ফিলিস্তিনের গাজার যুদ্ধ। এরই মধ্যে গাজায় বন্দি থাকা ইসরায়েলি ও মার্কিন নাগরিকদের মুক্তি দিতে হামাসকে ভয়ংকর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। দায়িত্ব গ্রহণের আগে গাজর বন্দিদের মুক্তি না দিলে মধ্যপ্রাচ্যকে নরক বানিয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর যুদ্ধ বন্ধে অচলাবস্থার অবসান ঘটাতে এটিই ট্রাম্পের সবচেয়ে শক্তিশালী বক্তব্য।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, পুরো বিশ্বের ইচ্ছার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে আটকে থাকা বন্দিদের নিয়ে সবাই কথা বলছে। কিন্তু শুধু আলোচনাই হচ্ছে কোনো কাজ হচ্ছে না। দয়া করে সত্যকে উপস্থাপন করতে দিন, যদি এসব বন্দিরা ২০২৫ সালের ২০ জানুয়ারির আগে মুক্ত না হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যকে জাহান্নামে পরিণত করে এর মূল্য পরিশোধ করতে হবে। এমনকি তাদেরও মূল্য পরিশোধ করতে হবে যারা মানবতার বিরুদ্ধে এই নৃশংসতা করেছে।

পোস্টে ট্রাম্প লিখেন, এই ঘটনার জন্য দায়ী শক্তিগুলো আমেরিকার পক্ষ থেকে এতটা শক্তিশালী আঘাত পাবে যা আমেরিকার দীর্ঘ ইতিহাসে আর কেউ পায়নি। এক্ষুনি সমস্ত বন্দিকে মুক্তি দেয়া হোক। যদিও ট্রাম্প হুমকির বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি। এমনকি দায়ী পক্ষ নিয়েও স্পষ্ট কোনো বার্তা দেননি নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। যদিও বন্দিদের আটকের জন্য হামাসকেই দায়ী বলে অভিযুক্ত করে আসছে পশ্চিমা শক্তিগুলো।

জেপি/নি-৩/প