আপডেট : 02, December 2024 15:09
আমাদের কাজ চোর ধরা না: ড. দেবপ্রিয়
অর্থনীতির ওপর শ্বেতপত্র কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আমরা যে শ্বেতপত্র প্রকাশ করেছি এখানে ব্যক্তির দোষ খোঁজা নয়, আমরা একটা প্রক্রিয়াকে তুলে ধরেছি। আমাদের কাজ চোর ধরা না, আমরা চোরের বর্ণনা দিয়েছি।
সোমবার (২ ডিসেম্বর) আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশে বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র-এর চূড়ান্ত খসড়া নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময় ড. দেবপ্রিয় বলেন, এই শ্বেতপত্রটি গবেষণার বাইরে গিয়ে আমরা পেয়েছি। এই দলিল করতে গিয়ে যেই তথ্য উপাত্ত প্রাসঙ্গিক হিসেবে পাওয়া যায় সেগুলো ব্যবহার করা হয়েছে। দেশি বিদেশিদের সঙ্গে আলোচনাও আমরা করেছি। এই গ্রন্থসত্ত্ব আমাদের কাছে নয়, এটা সরকারের কাছে থাকবে।
জেপি/নি-২/প