logo
আপডেট : 02, December 2024 12:27
হাসিনা পরবর্তী বাংলাদেশ থেকে ভারতে অবৈধ প্রবেশ বাড়েনি: দ্য হিন্দু

হাসিনা পরবর্তী বাংলাদেশ থেকে ভারতে অবৈধ প্রবেশ বাড়েনি: দ্য হিন্দু

ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই ভারতীয় মিডিয়াগুলো প্রচার করতে থাকে যে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়ে ‘দলে দলে‘ ভারত চলে যাচ্ছেন। তবে এই তথ্য যে সঠিক নয়, তা এক তথ্য বিশ্লেষণে নিশ্চিত করেছে দ্যা হিন্দু।

প্রকাশিত এক প্রতিবেদনে দ্যা হিন্দু বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার একটি তথ্য প্রকাশ করে। এতে দেখা যায়, গত ৫ আগস্টের পর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১ হাজার ৩৯৩ বাংলাদেশিকে আটক করেছে।

অন্যদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ১ হাজার ১৪৪ জনকে ভারতে অনুপ্রবেশের সময় আটক করেছিল বিএসএফ। অর্থাৎ, নির্যাতনের ভয়ে হাজার হাজার মানুষ ভারতে যাওয়ার যে সংবাদ প্রচার করেছিল অন্যান্য ভারতীয় মিডিয়াগুলো তা ভিত্তিহীন।

এছাড়া পরিসংখ্যানে আরও উল্লেখ করা হয়, গত ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে অবৈধ প্রবেশের সময় পরিচয়বিহীন ৮৭৩ জন ভারতীয়কে আটক করে। ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত যা ছিল ৩৮৮ জন।

সব মিলিয়ে চলতি বছর সীমান্ত এলাকা থেকে ৩ হাজার ৯০৭ জনকে আটক করা হয়।

জেপি/নি-২/এমএইচ