logo
আপডেট : 21, November 2024 19:34
টাঙ্গাইলে আন্তর্জাতিক শিশু দিবসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

টাঙ্গাইলে আন্তর্জাতিক শিশু দিবসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল:

টাঙ্গাইলে আন্তর্জাতিক শিশু দিবসে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে স্বেচ্ছাসেবামূলক সংগঠন ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশন আয়োজন করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা “চিলড্রেন’স আট ফেস্টিভ্যাল ২০২৪”।

টাঙ্গাইল জেলা শহরের বিভিন্ন বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে সকাল ১১টায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বিশ্ব শিশু দিবসে শিশু অধিকারকে মূল প্রতিপাদ্য বিবেচনায় রেখে ‘শিশু অধিকার’ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা দ্বিতীয় বারের মত আয়োজিত হয়।

উৎসব পরিচালক তাহমিদ ইসলাম সাম্য বলেন, “ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ ও মননশীল করে গড়ে তোলার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বিশ্ব শিশু দিবস উপলক্ষে আমরা দ্বিতীয় বারের মত চিলড্রেন’স আট ফেস্টিভ্যাল আয়োজন করছি। আমরা মনে করি এই আয়োজন শিল্প ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরো বেশি আগ্রহী করে গড়ে তুলবে।”

উৎসবের প্রধান সমন্বয়ক মঈন বিন মতিন বলেন, “আমরা সকলের সহযোগিতায় দ্বিতীয় বারের মত চিলড্রেন’স আট ফেস্টিভ্যাল সফলভাবে আয়োজন করতে পেরেছি। আশা করছি আগামীতে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষে আমরা আমাদের এই উৎসবটি দেশব্যাপী ছড়িয়ে দিতে পারবো।

জেপি/নি-২১/প