রাশিয়ায় প্রথমবারের মতো যুক্তরাজ্যের তৈরি ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে ইউক্রেন। রাশিয়া ইউক্রেন-যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথম রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে যুক্তরাজ্যের এই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করলো কিয়েভ। খবর: দ্য গার্ডিয়ান।
প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বাইডেন কিছুদিন আগে ইউক্রেনকে এই ধরনের হামলার জন্য মাঝারি পাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন।
এমন ঘটনার পর রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ ধরনের হামলা ওয়াশিংটনকে যুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী হিসেবে উপস্থাপন করবে এবং মস্কো তাৎক্ষণিক প্রতিশোধ গ্রহণ করবে। এরই মধ্যে যুক্তরাজ্যের তৈরি ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালো ইউক্রেন।
টেলিগ্রামে রাশিয়ার যুদ্ধভিত্তিক অ্যাকাউন্টে হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ইউক্রেনের সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার শব্দ শোনা গেছে। অন্তত ১৪টি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। এগুলোর বেশিরভাগ ক্ষেপণাস্ত্র হামলার আগে সতর্কবার্তার হুইসেল। এছাড়া ভিডিওতে একটি একটি আবাসিক দূর থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।
এর আগে যুক্তরাজ্য জানায়, ইউক্রেন নিজেদের ভূখণ্ডের মধ্যে শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। কিন্তু লন্ডন কয়েক মাস ধরে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে তাদের অস্ত্র ব্যবহার করতে ওয়াশিংটনকে চাপ দিচ্ছে।
কুরস্কের স্থানীয়রা জানিয়েছেন, তারাও এ অঞ্চলে ক্ষেপণাস্ত্রের টুকরার সন্ধান পেয়েছেন। তবে এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের এক মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে মন্তব্য করবে না।
জেপি/নি-২১/প