logo
আপডেট : 20, November 2024 17:33
আমি জাতীয়তাবাদী শক্তির আদর্শের রাজনীতি বিশ্বাস করি: বাবলা

আমি জাতীয়তাবাদী শক্তির আদর্শের রাজনীতি বিশ্বাস করি: বাবলা

আব্দুল্লাহ আল আমিন, রংপুর:

রংপুর মহানগর বিএনপি নেতা কাওছার জামান বাবলা বলেছেন,  আমি ছাত্র জীবন থেকে জাতীয়তাবাদী শক্তির আদর্শে রাজনীতিকে বিশ্বাস করি। আমি শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কমিটির সদস্য ছিলাম। পরে রংপুর বিভাগ হওয়ার প্রেক্ষিতে রংপুর মহানগর কমিটির সদস্য হই। রংপুর সিটি কর্পোরেশনের ২০১২ ও ২০১৭ সালে ধানের শীষ নিয়ে নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিলে বিএনপি সিটি কর্পোরেশনের নির্বাচন থেকে বিরত থাকার নির্দেশনা দেন। আমি এই নির্দেশনাকে মেনে নির্বাচন করা থেকে বিরত থাকি।

বুধবার (২০ নভেম্বর) বেলা ১২ টায় নগরীর স্থানীয় এক কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এ সব কথা বলেন তিনি।

বিএনপি নেতা বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পটপরিবর্তনের আগে এবং পরে আমি জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত আছি। আমার পৈতৃক বাড়ি রংপুরের পুরাতন শহর মাহিগঞ্জে। দীর্ঘদিন থেকে এখন পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের রয়েছে সুসম্পর্ক। ঈদ-পূজা আমরা সবাই মিলেমিশে একসাথে পালন করে থাকি। কোন হিন্দু সম্প্রদায় বলতে পারবে না, আমি কখনো তাদের উপর জুলুম, নির্যাতন করেছি।

তিনি বলেন, গত ১৩ নভেম্বর মাহিগঞ্জ থানা বিএনপির নেতা মামুনুর রহমান কর্তৃক ১৮১ জনের নামে যে মামলাটি করেছে। ১৮১ জনের মধ্যে অনেকেই এই মামলার সাথে জড়িত নয়। উক্ত আসামিদের হয়রানি ও প্রতিশোধমূলক মামলাটি করেছে তা ন্যাক্কারজনক এবং প্রতিশোধমূলক। আমাকে মামলার বাদী বলেছেন আমি ২৫ জনের নাম দিয়েছিলাম কিন্তু সেখানে ১৮১ জন কীভাবে হলো তা আমি জানি না। গত ১৮ নভেম্বর  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর মহানগর কমিটির আহ্বায়ক সামসুজ্জামান সামু সংবাদ সম্মেলন করে আমাকে নিয়ে যে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছে তা উদ্দেশ্যে প্রণোদিত, বানোয়াট ও ভিত্তিহীন। মামলার বাদী মামুনুর রহমান স্বীকার করেছেন তাকে দিয়ে মামলাটি করানো হয়েছে।

এ সময় তিনি বলেন, আপনারা জেনে রাখবেন রাজনৈতিকভাবে আমার মামলা রংপুরে ৩টি, খুলনা থানায় ২টি, ঢাকা পল্টন থানায় ২০১৬ সালে বিস্ফোরক ও জঙ্গী মামলাসহ আমার বিরুদ্ধে মোট ৭টি মামলা হয়েছে। ২২জুলাই সালের কোটা আন্দোলনের সময় আমাকে গ্রেফতার করে রংপুর কারাগারে প্রেরণ করে। এই আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিদায়ের পর ৬ই আগস্ট আমি রাত ১০ টায় কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাই। বিগত দিনে এবং বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি আদর্শ ও জাতীয়তাবাদী শক্তির সাথে আছি এবং থাকবো। আমাকে রাজনীতি করতে দিবে কিনা সেটি আমার ব্যাপারে দল সিদ্ধান্ত নিবে। আমি পটপরিবর্তন ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করবো ইনশাল্লাহ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাম কৃষ্ণ সোমামী, মঙ্গল মোহন্ত, সেলিম চৌধুরী, বরুণ কান্তি, এনামূল হকসহ বিএনপির নেতৃবৃন্দ।

জেপি/নি-২০/প