logo
আপডেট : 20, November 2024 15:49
দয়াগঞ্জে রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষে আহত ২ পুলিশ

দয়াগঞ্জে রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষে আহত ২ পুলিশ

যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড়ে রিকশাচালাকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত রিকশাচালকরা।   বিক্ষোভের এক পর্যায়ে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরেন তারা। এতে করে ২ পুলিশ সদস্য আহত হন।

বুধবার (২০ নভেম্বর) বেলা ১২টার দিকে বিক্ষোভ শুরু করেন ব্যাটরিচালিত  রিকশাচালকরা।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ওসি মো. ফারুক জানান,  মহানগর এলাকায় ব্যাটরিচালিত  রিকশা চলাচলের দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ করেন রিকশাচালকরা।  এতে করে সেখানে যানজটের সৃষ্টি হয়। তাদের অনুরোধ করা হয় সড়ক ছেড়ে দেওয়ার জন্য। তবে তারা পুলিশের অনুরোধ না শুনে আক্রমণ করে বসে। এতে করে দুই পুলিশ সদস্য আহত হয়। তাদের হাসপতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, দুপুর ১ টার দিকে সড়ক অবরোধ ছেড়ে দিয়েছে অটো রিকশাচালকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে নির্দেশ দেয় হাইকোর্ট।

জেপি/নি-২০/প