logo
আপডেট : 19, November 2024 16:56
অতি জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া হবে: আইন উপদেষ্টা

অতি জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া হবে: আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, অতি জরুরি সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, আমরা খুব অপরিহার্য কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব।

তিনি বলেন, আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক আমরা শুধু এই জিনিসটা চাই না। আর এটাও চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নেই।

আসিফ নজরুল বলেন, আপনারা বিশ্বাস করেন, অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের নিজের পেশায় ফিরে যাওয়ার জন্য আগ্রহী। চার বছরের কোনো কথাই বলা হয়নি।

জেপি/নি-১৯/এমএইচ