logo
আপডেট : 18, November 2024 13:47
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে বিশ্বকে তাক লাগিয়ে দিলো ভারত

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে বিশ্বকে তাক লাগিয়ে দিলো ভারত

প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। বর্তমান বিশ্বে তৃতীয় দেশ হিসেবে এই ধরনের পরীক্ষা চালানো ভারত। এর আগে পৃথিবীতে শুধু দুটি দেশ চীন এবং রাশিয়া এই ধরনের মারণাস্ত্র প্রকাশ্যে এনেছে।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা পরাশক্তি দেশ গুলো বেশ অনেক দিন ধরে এই এই প্রযুক্তি অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে সবাইকে অবাক করে দিয়ে নিজেদের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তারা। শনিবার ওড়িশা রাজ্যের নিকটবর্তী ড এপিজে আবদুল কালাম দ্বীপে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।

ক্ষেপণাস্ত্রটি তৈরি এবং পরীক্ষামূলক উৎক্ষেপণের সার্বিক দায়িত্ব ছিল ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অপর সংস্থাড এপিজে আবদুল কালাম মিসাইল কমপ্লেক্সের ওপর। এই সংস্থাটির সদর দপ্তর ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে অবস্থিত। এই দুই সংস্থা যুগ্মভাবে এর আগেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তৈরি ও পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে।

জেপি/নি-১৮/প