logo
আপডেট : 18, November 2024 12:19
ট্রাইবুনালে হাজির করা হলো সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে

ট্রাইবুনালে হাজির করা হলো সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় গ্রেফতার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ মোট ১৩জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে হাজির করা হয়।

যাদের হাজির করা হয়েছে তারা হলেন: আনিসুল হক, ফারুক খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, দিপু মনি, তৌফিক এলাহী, সালমান এফ রহমান, শাজহান খান, কামাল মজুমদার, গোলাম দস্তগীর গাজী, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমকে।

গত ১৭ অক্টোবর পৃথক দুই আবেদনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

জেপি/নি-১৮/প