logo
আপডেট : 17, November 2024 21:40
খেলাপি ঋণ এখন প্রায় ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা

খেলাপি ঋণ এখন প্রায় ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা

অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে ঋণ খেলাপিতে জর্জরিত দেশের ব্যাংকিং খাত। গত সেপ্টেম্বরে শেষে খেলাপি ঋণ ঠেকেছে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকায়।

গত বছরের একই সময়ের তুলনায় যা দ্বিগুণ। বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হাল নাগাদ তথ্য প্রতিবেদেন থেকে এই তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, খেলাপি ঋণের সংজ্ঞা আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতিপূর্ণ করা হয়েছে। যার ফলে ঋণ খেলাপি বাড়ছে।

জানা গেছে, গত সেপ্টেম্বর মোট ঋণ ছিল ১৬ লাখ ৮২ হাজার ৮২২ কোটি টাকা। এর মধ্যে ১৬ দশমিক ৯৩ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে যা সর্বোচ্চ । গত জুনের শেষে খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা।

অভিযোগ পাওয়া গেছে, বিগত সরকারের আমলে বিভিন্ন ভাবে খেলাপি ঋণের তথ্য গোপনা করা হয়েছে। যার ফলে সরকার পতনের ফলে তা এক লাফে অনেক বেড়ে গেছে।  

জেপি/নি-১৭/প