logo
আপডেট : 17, November 2024 18:54
আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি হয়েছে: উপদেষ্টা আসিফ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি হয়েছে: উপদেষ্টা আসিফ

আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৭ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, তিন মাস আগে আমরা কোন অবস্থায় ছিলাম, এখন কোন অবস্থায় আছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, যে পরিস্থিতিতে আমরা সরকারের দায়িত্ব পেয়েছি, আইনশৃঙ্খলা বাহিনী একটা ভঙ্গুর অবস্থায়, পলাতক অবস্থায় ছিল। সেই অবস্থা থেকে এখন দৃশ্যমান পরিবর্তন হচ্ছে।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে তিনি বলেন, আসলে সিন্ডিকেট একটা বড় সমস্যা। বাণিজ্য মন্ত্রণালয়ে একজন নতুন উপদেষ্টা নিয়োগ পেয়েছেন। তিনি ক্লোজলি বিষয়গুলো মনিটর করছেন। আমাদের যে টাস্ক ফোর্স ছিল, সেই টাস্ক ফোর্স কিন্তু এখনো কাজ করে যাচ্ছে। প্রতিদিনই বিভিন্ন জায়গায় জরিমানা করছে এবং মনিটর করছে। আমরা কৃষক থেকে ভোক্তা পর্যন্ত যেন পণ্য পৌঁছে যায়, সেজন্য বিভিন্ন ফসলজাত পণ্য উদ্যোক্তাদের সাপোর্ট দিচ্ছি।

উপদেষ্টা আরও বলেন, যখন উপদেষ্টা পরিষদে আমাদের ছাত্র প্রতিনিধি হিসেবে নেওয়া হয় তখন কনফিউশন ছিল যে, সদ্য গ্রাজুয়েট হয়ে আমরা আসলে কতটুকু মন্ত্রণালয় কিংবা সরকারে রান করতে পারব। আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল এবং চ্যালেঞ্জ এখনো আছে। আমাদের জন্য চ্যালেঞ্জটা শুধু নিজেদের প্রমাণ করা নয় আমাদের চ্যালেঞ্জটা এই জেনারেশনকে প্রমাণ করার জন্য যে, আমরা এই তরুণ প্রজন্ম শুধু ডেস্ট্রাক্টিভ ওয়েতে গিয়ে একটা ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাতেই পারি না, আমরা কনস্ট্রাক্টিভ ওয়েতে দেশ পুনর্গঠনে কাজ করতে পারি এবং আমরা দেশকে পলিসি লেভেলে ভালো কিছু উপহার দিতে পারি।

জেপি/নি-১৭/এমএইচ