logo
আপডেট : 17, November 2024 17:02
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পর ৮ আগস্ট শপথ নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সেই অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপরক্ষে আজ রোববার (১৭ নভেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ রোববার সন্ধ্যা ৭ টায় তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে। ভাষণটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।

সর্বশেষে ১০ নভেম্বর ড. ইউনূসের উপদেষ্টা পরিষদে ৩ জন নতুন উপদেষ্টা যুক্ত হয়। তাদের শপথ নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

জেপি/নি-১৭/প