মিস ইউনিভার্সের ৭২তম আসরের মুকুট উঠেছে ডেনমার্কের সুন্দরি ভিক্টোরিয়া কজেয়ার থেইলভিগের মাথায়। ২১ বছর বয়সী এই ডেনিশ সুন্দরী একজন প্রতিযোগিতামূলক নৃত্যশিল্পী, উদ্যেক্তো এবং উচ্চাকাঙ্ক্ষী আইনজীবী।
মিস ইউনিভার্সের এবারের আসর বসেছিল মেক্সিকোতে। বিশ্বের ১০০ জনের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন ভিক্টোরিয়া কজেয়ার থেইলভিগ। তিনি ডেনমার্কের প্রথম নারী যে কিনা মিস ইউনিভার্সে বিজয়ী হলেন। ভিক্টোরিয়াকে মুকুট পরিয়ে দিয়েছেন মিস নিকারাগুয়াম শেনিস প্যালাসিওস।
সিএনএন এর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার প্রিলিমিনারি ইভেন্টে ৩০ জনের তালিকা প্রকাশ করা হয়। এই পর্বে আমাদের জাতীয় পোশাক প্রদর্শনী অন্তর্ভুক্ত ছিল। এরপর সেমি-ফাইনালে অংশগ্রহণকারীরা সাঁতারের পোশাক পড়ে প্রদর্শনী করেন। ১২ জন চূড়ান্ত পর্বে উন্নীত হয়ে তাদের সন্ধ্যার পোশাকে মঞ্চে পা রাখেন।
এসময় চূড়ান্ত প্রতিযোগীকে বিভিন্ন প্রকার প্রশ্ন করা হয়। অবশেষে সব রকম যাচাই বাছাই শেষে মিস ইউনিভার্স হিসেবে ডেনমার্কের ভিক্টোরিয়ার নাম ঘোষণা করা হয়। ভিক্টোরিয়ার এই বিজয় যুগান্তকারী মুহূর্ত যা বৈচিত্র্য, ক্ষমতায়ন এবং আধুনিকতার প্রতীক হয়ে উঠেছে।
উল্লেখ্য, এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন নাইজেরিয়ার চিদিনমা আদেতশিনা। যেখানে দ্বিতীয় রানার আপ হয়েছেন মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান।
জেপি/নি-১৭/প