logo
আপডেট : 17, November 2024 16:59
কর্ণফুলীতে বুলেট, দেশীয় অস্ত্র ও মদসহ আটক ২

কর্ণফুলীতে বুলেট, দেশীয় অস্ত্র ও মদসহ আটক ২

সাইফুল ইসলাম, চট্টগ্রাম:

চট্টগ্রামের কর্ণফুলীতে আগ্নেয়াস্ত্রের দুটি বুলেট, প্রায় ২২লিটার দেশীয় মদ, আনুষাঙ্গিক বিভিন্ন সরঞ্জামাদি, মোবাইল এবং দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) উপজেলার শিকলবাহা ৫নং ওয়ার্ডের রাজার বাপের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিকলবাহা আর্মি ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও কর্ণফুলী থানা পুলিশের দুটি ইউনিট প্রায় ৩ ঘন্টা যৌথ অভিযান পরিচালনা করেন।

শিকলবাহা আর্মি কমান্ডার বলেন, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী পুরো দেশ জুড়ে নিয়োজিত আছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মধ্যরাতে একটি মাদক চোরাকারবারি দলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ দেশীয় মদ, আনুষঙ্গিক সরঞ্জামাদি, মোবাইল, প্রায় ১৫টি দেশীয় অস্ত্র ও শট গানের দুটি বুলেট উদ্ধার করতে সক্ষম হই। সেই সাথে ওই স্থান থেকে মাসুদ খান (২৪) ও তার পিতা নূর হোসেন (৭০)-কে আটক করতে সক্ষম হই।

তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্বে রয়েছে, পূর্বেও ছিল এবং বিশেষ করে এই পরিস্থিতিতেও সর্বদাই বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

কর্ণফুলী থানার এসআই আব্দুল্লাহ আল নোমান বলেন, আমরা যৌথ বাহিনী অভিযান পরিচালনা করি। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীসহ কর্ণফুলী থানার দুটি ইউনিট অংশগ্রহণ করে। সেখান থেকে আমরা দুজনকে আটক করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেপি/নি-১৭/এমএইচ