logo
আপডেট : 17, November 2024 12:25
জয় দিয়ে বছর শেষ করলো বাংলাদেশ

জয় দিয়ে বছর শেষ করলো বাংলাদেশ

এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটিও ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ইনজুরি সময়ে বদলি পাপন সিংয়ের গোলে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে লাল সবুজের প্রতিনিধিরা।

১-১ গোলে ম্যাচটি যখন ড্র হতে চলেছে, এমন সময় গোল করে গ্যালারি মাতিয়ে দেন বাংলাদেশের পাপন সিং। আর তাতেই ঘরের মাঠে সিরিজ হারের লজ্জা থেকে বাঁচে বাংলাদেশ।

গতকাল ম্যাচের বাংলাদেশকে সিরিজ হার চোখ রাঙিয়েছিল ২৩ মিনিটে পিছিয়ে পরার পর। যে গোলটি হয়েছিল বাংলাদেশের ডিফেন্স ব্যর্থতায়। তবে বিরতিতে যাওয়ার আগেই বাংলাদেশকে সমতায় ফেরান মজিবর রহমান জনি। ১-১ গোলে সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পর বাংলাদেশ আক্রমণ বাড়িয়ে দিয়ে ম্যাচে ফিরতে মরিয়া হলেও কাঙ্ক্ষিত গোল আর পাচ্ছিল না। মোরসালিন, বদলি নোভা সহজ সহজ গোলের সুযোগ মিস করায় দর্শকের মাথায় হাত উঠেছে বারবার।

শেষপর্যন্ত বাংলাদেশ শিবিরে প্রাণ ফিরিয়ে আনেন মিডফিল্ডার পাপন সিং। আরেক বদলি চন্দন রায় ডান দিক থেকে ক্রস নিলে চলন্ত বলে পা চালিয়ে দেন পাপন সিং। বল কাঁপিয়ে দেয় মালদ্বীপের জাল। সাথে সাথে উল্লাস ছড়িয়ে পড়ে গ্যালারিতে।

জেপি/নি-১৭/প