আপডেট : 16, November 2024 11:06
দায়িত্ব নিয়েই প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করার পর প্রথম কাজ হবে এই যুদ্ধ বন্ধ করা।
শুক্রবার ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 'আমেরিকা ফাস্ট পলিসি ইনস্টিটিউট' এর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রাম বারবার বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি অবিলম্বে ওই যুদ্ধ বন্ধ করবেন। যদিও কীভাবে কি করবেন তা নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
প্রসঙ্গত, 'আমেরিকা ফাস্ট পলিসি ইনস্টিটিউট' ডোনাল্ড ট্রাম্পের নিজেরই সংস্থা। ২০২১ সালে ট্রাম প্রশাসনের কর্মকর্তাদের হাত ধরেই ওই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
জেপি/নি-১৫/প