logo
আপডেট : 15, November 2024 11:48
ব্রাজিলের ড্রয়ের দিন আর্জেন্টিনার হার

ব্রাজিলের ড্রয়ের দিন আর্জেন্টিনার হার

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্রতিপক্ষের মাঠে তবুও ড্র নিয়ে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ১-১ গেলে ড্র হয় সেই ম্যাচটি। তবে আর্জেন্টিনা ভাগ্যে সেটাও জুটলো না!। আজ শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে  প্যারাগুয়ের কাছে ২-১ গোলে পরাজয়ের মুখ দেখতে হলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

ম্যাচে বল দখলে ব্রাজিল এগিয়ে থাকলে ভেনেজুয়েলা লড়েছে সমানে সমানে। ৪৩ মিনিটে ফ্রি কিক থেকে রাফিনহার চোখ ধাঁধানো এক গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন।

কিন্তু বেশিক্ষণ এই লিড ধরে রাখতে পারেনি ব্রাজিল। বদলি নামা মিডফিল্ডার তেলাসকো সাগাভিয়া দ্বিতীয়ার্ধের খেলা শুরুর প্রথম মিনিটেই বক্সের মাথা থেকে জোরালো শটে করা গোলে সমতায় ফেরান স্বাগতিকদের।

ব্রাজিল এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ৬৩ মিনিটে। ভেনেজুয়েলার বক্সে গোলকিপার রাফায়েল রোমোর ফাউলের শিকার হন ভিনিসিয়ুস। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি ভিনি।

শেষ দিকে (৮৯ মিনিটে) ১০ জনের দলে পরিণত হয়েছিল ভেনেজুয়েলা। বদলি নামা ডিফেন্ডার আলেক্সান্দার গঞ্জালেস ৮৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ব্রাজিলের বদলি নামা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ভিনির মুখে আঘাত করার শাস্তি পান গঞ্জালেস। এরপরেও আর ব্যবধান বাড়াতে পারেনি দরিভালের শিষ্যরা।

অন্যদিকে, প্যারাগুয়ের মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নেওয়া আর্জেন্টিনা গোল পেয়ে যায় ১১তম মিনিটে। এনজো ফার্নান্দেজের চিপ শটের পাসে গোল করেন লাওভারো মার্টিনেজ। এগিয়ে যেতেই স্লথ হয়ে পড়ে আর্জেন্টিনার পাসিং। বেশ ধীরগতির ফুটবলই খেলতে থাকে অতিথিরা। সেই সুযোগে ম্যাচে সমতা টানে প্যারাগুয়ে।

ঘরের মাঠের সমর্থকদের ১৯তম মিনিটে আনন্দে ভাসান আন্টোনিও সানাবরিয়া। গুস্তাভো বেলাজকুয়েজের ক্রস থেকে বাইকেক কিকে চোখ ধাঁধানো এক গোল করে বসেন তিনি। সমতায় প্রথমার্ধ শেষের পর বিরতি থেকে ফিরেই ফের প্যারাগুয়ের গোল। ৪৭তম মিনিটে মেসির ইন্টার মায়ামি সতীর্থ ডিয়েগো গোমেজের ফ্রি কিক থেকে হেডে জাল খুঁজে নেন ওমার আলদেরেতে।

পিছিয়ে পড়ার পরও আর্জেন্টিনা করেনি তেমন কোনো সাঁড়াশি আক্রমণ। উল্টো ৬০ মিনিটে এক প্রতি আক্রমণ থেকে দলকে সমতায় ফেরানোর সুযোগ হাতছাড়া করেন রদ্রিগো ডি পল। শেষে কিছু আক্রমণ হলেও তা কাজে আসেনি। ম্যাচে মাত্র একটি শট গোলমুখে রাখতে পারা আর্জেন্টিনাকে তাই হার নিয়েই ছাড়তে হয় মাঠ।

তবে এ হারের পরেও লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। ১১ ম্যাচ শেষে ঝুলিতে ২২ পয়েন্ট লিওনেল স্কালোনির শিষ্যদের। অপরদিকে, এ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে প্যারাগুয়ে।

জেপি/নি-১৫/প