logo
আপডেট : 14, November 2024 18:36
চালের দাম কবে কমবে, জানালেন খাদ্য উপদেষ্টা

চালের দাম কবে কমবে, জানালেন খাদ্য উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয়ে সভার শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

এ সময় খাদ্য প্রচেষ্টা বলেন, চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে। এবার সাড়ে পাঁচ লাখ টন ধান সংগ্রহ করা হবে। এর পাশাপাশি আমদানি করা হবে দেড় লাখ টন ধান-গম।

তিনি বলেন, এবার আমনের দাম প্রতি কেজিতে তিন টাকা বাড়ানো হয়েছে। আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে।

খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না সরকার। তাই দেশে চালের বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ বাড়াতে ইতিমধ্যে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর প্রভাব দামেও পড়বে।

জেপি/নি-১৪/প