logo
আপডেট : 14, November 2024 17:21
বিশ্ব ডায়াবেটিস দিবসে রংপুর ডায়াবেটিক সমিতির বিভিন্ন কর্মসূচি পালন

বিশ্ব ডায়াবেটিস দিবসে রংপুর ডায়াবেটিক সমিতির বিভিন্ন কর্মসূচি পালন

আব্দুল্লাহ আল আমিন, রংপুর:

‘সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’ শ্লোগানকে সামনে রেখে রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সমিতির রাধাবল্লভবস্থ চত্বরে রংপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল সকাল সাড়ে ৮টায় ডায়াবেটিস রোগীদের জন্য ফ্রী পরীক্ষা, সকাল ১০টায় সমিতি ভবন থেকে বর্ণাঢ্য র‌্যালি মূল মূল সড়ক প্রদক্ষিণ শেষে ভবন চত্বরে এসে শেষ করে ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ রবিউল ফয়সাল, বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন মোস্তফা জামান চৌধুরী। এছাড়াও মূখ্য আলোচক ছিলেন প্রফেসর ডা. লাইক আহমেদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. হামিদুল হক খন্দকার, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

এ সময় রংপুর ডায়াবেটিক সমিতির আয়োজিত অনুষ্ঠানে সমিতির আজীবন সদস্য, সেবা দাতা ও গ্রহিতাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেপি/নি-১৬/প