আমাদের মধ্যে অনেকেই দাঁত দিয়ে নখ কাটেন। মূলত এটি এক ধরনের বদ অভ্যাস। এভাবে নখ কাটলে নখের আকৃতি নষ্ট হয়ে যায়। সেই সাথে এর কারণে আপনার শরীরে বাসা বাধতে পারে না ধরনের রোগ।
আজ চলুন জেনে নেই দাঁত দিয়ে নখ কাটা কিছু ক্ষতিকর দিক:
১. দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস থাকলে আপনার নখের গঠন দুর্বল হয়ে পড়ে। ফলে সহজে নখ ভেঙে যায়।
২. দাঁত দিয়ে নখ কাটলে আপনার হাতের এবং মুখের ও সমস্যা দেখা দেয়।
৩. এই বদ অভ্যাসের কারণে আপনার নখের আশপাশে চামড়া প্রভাব ফেলবে। এর পাশাপাশি নখের কিউটিকেল দুর্বল হয়ে পড়ে।
৪. দাঁত দিয়ে নখ কাটলে নখের মধ্যে যেসব নোংরা থাকে তা সরাসরি মুখের মাধ্যমে আপনার দেহে প্রবেশ করে।
৫. দাঁত দিয়ে নখ কাটলে নখের আঘাতে আপনার ঠোঁট , চোয়াল এইসব স্থানে ইনফেকশন হতে পারে। সেই সাথে আশেপাশের টিসুও ক্ষতিগ্রস্ত হতে পারে।
জেপি/নি-১৩/প