logo
আপডেট : 13, November 2024 13:29
ট্রাম্প প্রশাসনে মন্ত্রী হচ্ছেন ইলন মাস্ক ও বিবেক রামস্বামী

ট্রাম্প প্রশাসনে মন্ত্রী হচ্ছেন ইলন মাস্ক ও বিবেক রামস্বামী

গেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তার প্রশাসনে যোগ দিচ্ছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি  ইলন মাস্ক ও প্রযুক্তি খাতের উদ্যোক্তা ভারতীয় বংশোদ্ভুত বিবেক রামস্বামী।

ধারণা করা হচ্ছিল, ট্রাম্পের জয় লাভ করলে নির্বাচনী প্রচারণায় শক্তভাবে অংশ নেওয়া ইলন মাক্স তার প্রশাসনে যুক্ত হতে যাচ্ছেন। সেই ধারণাকে সত্যি প্রমাণ করে ট্রাম্প প্রশাসনের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্টে এফিসিয়েন্সি’ নামে একটি নতুন একটি মন্ত্রণায়ের ক্ষমতা পাচ্ছেন তারা। গত মঙ্গলবার এই ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।

বুধবার পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি জানায়, মাস্কের সহকারী হিসেবে কাজ করবেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী।

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বিপুল অঙ্কের অনুদান দিয়ে আলোচনায় আসেন মাস্ক। অন্যদিকে, প্রযুক্তি খাতের উদ্যোক্তা, অধিকারকর্মী ও বিনিয়োগকারী ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাইয়ে হেরে ট্রাম্পকে সমর্থন দিয়ে তার নজরে চলে আসেন।

জেপি/নি-১৩/প