logo
আপডেট : 12, November 2024 11:42
টেকনাফের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক

টেকনাফের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারে ফের তীব্র গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এতে আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন সীমান্তের মানুষ।

সোমবার (১১ নভেম্বর) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকা থেকে গোলাগুলির বিকট আওয়াজ শোনা গেছে।

সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন জানান, মিয়ানমার থেকে ফের গোলাগুলি-বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। সেই শব্দে এপারে বারবার কেঁপে কেঁপে উঠেছে সবকিছু। এলাকার বাসিন্দারা আতঙ্কে রাত পার করেছেন। মানুষ নির্ঘুম রাত কাটিয়েছেন।

এলাকাবাসীরা বলছেন, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ভারি অস্ত্রের শব্দ ভেসে আসে। এতে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়িতে কম্পন অনুভূত হয়। তারা বলছেন, এইরকম শব্দ এর আগে তারা শুনেননি। মনে হচ্ছিল গোলাগুলি-বিস্ফোরণের শব্দে ঘরবাড়ি ভেঙে পড়বে।

জেপি/নি-১২/এমএইচ