logo
আপডেট : 11, November 2024 17:49
নতুন ‘ক্যাপ্টেন আমেরিকা’ ম্যাকি

নতুন ‘ক্যাপ্টেন আমেরিকা’ ম্যাকি

দীর্ঘ অপেক্ষার পর দর্শকদের জন্য নতুন ধামাকা নিয়ে হাজির হয়েছে মার্ভেল। মুক্তি পেয়েছে তাদের ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ এর ট্রেলার। এতে প্রথমবারের মতো  ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে অভিনয় করছেন অ্যান্থনি ম্যাকি। এর আগে এই জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন ক্রিস ইভানস।

এবারের এই ট্রেইলারটি ব্রাজিলের ডি২৩ ফ্যান ইভেন্টে উন্মোচন করা হয়। যেখানে অ্যান্থনি ম্যাকি ও ড্যানি রামিরেজ উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে ট্রেইলারটি শেয়ার করেন। আগামী বছর ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে।  ২ মিনিট ৩৮ সেকেন্ডের এই ট্রেইলারে ম্যাকিকে দেখা যায় রেড হাল্কের বিরুদ্ধে লড়াই করতে।

গল্পে দেখা যাবে যিনি ইউএস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ক্যাপ্টেন আমেরিকাকে সরকারি সামরিক পদে নিয়োগ দিতে চান। তবে স্যাম উইলসন 'অ্যান্থনি ম্যাকি' দায়িত্ব নেওয়ার আগে একটি বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের তদন্ত শুরু করেন রেড হাল্ক, যা নিয়েই এগিয়ে যাবে এ সিনেমার গল্প। এর আগে অ্যান্থনি ম্যাকি 'ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার সিনেমায় স্যাম উইলসনের চরিত্রে আত্মপ্রকাশ করেন। সেখানে তাকে ফ্যালকন হিসেবে দেখা যায়।

ম্যাকি পরে ডিজনি প্লাস সিরিজ 'দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার'-এ প্রধান চরিত্রে অভিনয় করেন, যেখানে তার ক্যাপ্টেন আমেরিকা হিসেবে পরিণত হওয়ার যাত্রা তুলে ধরা হয়। ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড সিনেমাটি আগামী বছর ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে।

জেপি/নি-১১/প