logo
আপডেট : 11, November 2024 15:45
৫৩ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন শ্রমিকরা

৫৩ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন শ্রমিকরা

অবশেষে দীর্ঘ ৫৩ ঘণ্টা পর গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে শ্রমিকরা।

সোমবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে আবার যানবাহন চলাচল শুরু হয়।

জানা গেছে, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এসময় তাদের বকেয়া বেতনের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে মীমাংসার প্রতিশ্রুতি দেন। এরপর অবরোধ তুলে নেন শ্রমিকরা।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, বকেয়া বেতনের বিষয়টি সরকারিভাবে পরিশোধের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এখন ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন টিঅ্যান্ডজেড গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা। টানা ৫৩ ঘন্টার অবরোধে ওই সড়কের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

জেপি/নি-১১/এমএইচ