logo
আপডেট : 11, November 2024 13:08
ভূমি মালিকদের ১০ কোটি টাকা ক্ষতিপূরণ

ভূমি মালিকদের ১০ কোটি টাকা ক্ষতিপূরণ

রহিদুল ইসলাম, রাজশাহী:

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে সরকারের ৫টি উন্নয়নমূলক প্রকল্প’র আওতায় অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ বাবদ ৩০ ভূমি মালিককে দশ কোটি ৩৫ লাখ ৪৪ হাজার ২২৭ টাকার চেক বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার।  এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. যোবায়ের হোসেন।

জেলা প্রশাসক আফিয়া আখতার জানান, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়। এক্ষেত্রে ভূমি অধিগ্রহণ করলে ওই এলাকায় প্রকৃত মূল্যের তিনগুণ টাকা ভূমি মালিককে দেয়া হয়। এরই অংশ হিসেবে রাজশাহীর ৫টি উন্নয়নমূলক প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত হন ৩০ জন ভূমির মালিক। আজকে তাদের হাতে দশ কোটি ৩৫ লাখ ৪৪ হাজার ২২৭ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি বা কর্মকর্তা ঘুষ দাবি করে তাহলে সরাসরি জেলা প্রশাসককে জানানোর অনুরোধ করেন তিনি।

এসময় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিক মাজদার আলীর সঙ্গে কথা হলে তিনি বলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্প সরকারের একটি উন্নয়নমূলক প্রকল্প। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রাজশাহী জেলার ব্যাপক উন্নয়ন সাধিত হবে। তাই জেলার উন্নয়নের স্বার্থে আমার মূল্যবান জমি এই প্রকল্পে দিতে পেরে আনন্দিত হয়েছি।

তিনি আরো জানান, কোন দালালদের মাধ্যম ছাড়া আমি নিজে গিয়ে আমার জমির সকল কাগজ জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছিলাম। কোনো প্রকার হয়রানি ছাড়াই আজ ক্ষতিপূরণের এক কোটি ৯৯ লাখ ৮৫ হাজার ৫০৩ টাকার চেক হাতে পেলাম। এসময় জেলা প্রশাসক মহোদয় নিজে উপস্থিত থেকে আমাকে চেক তুলে দেন।

জেপি/নি-১১/এমএইচ