logo
আপডেট : 11, November 2024 12:25
ট্রাম্প-পুতিন ফোনালাপ, সংঘাত না বাড়াতে অনুরোধ

ট্রাম্প-পুতিন ফোনালাপ, সংঘাত না বাড়াতে অনুরোধ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাকে ইউক্রেন যুদ্ধ আর না বাড়াতে পরামর্শ দিয়েছেন।

ঠিক কোন দিন ট্রাম্প ও পুতিনের মধ্যে এই ফোনালাপ হয়েছে তা না জানা গেলেও এটি সাম্প্রতিক সময়েই করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। তবে এই ফোনকলের ব্যাপারে মন্তব্য করেনি কোনো পক্ষই।

ওয়াশিংটন পোস্ট জানায়, ট্রাম্প পুতিনকে ইউরোপে মার্কিন সামরিক উপস্থিতির কথা মনে করিয়ে দেন এবং (ইউক্রেনে) আর সংঘাত না ‘বাড়াতে অনুরোধ করেন‘। তারা ‘ইউরোপে শান্তি স্থাপনের লক্ষ্যে’ কথা বলেন। এছাড়া ‘শীঘ্রই ইউক্রেন যুদ্ধের সমাধানের’ বিষয়ে কথা বলতে আগ্রহ প্রকাশ করেন।  

এই ফোনালাপের বিষয়ে ইউক্রেনকে আগেই জানানো হয়েছে বলে উল্লেখ করা হলেও ইউক্রেনীয় কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে।

এর আগে, গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনকলে কথা বলেন ট্রাম্প।

জেপি/নি-১১/এমএইচ