logo
আপডেট : 11, November 2024 11:29
২ উপদেষ্টার দপ্তর বণ্টন, ৬ উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

২ উপদেষ্টার দপ্তর বণ্টন, ৬ উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া নতুন ৩'জন উপদেষ্টার মধ্যে ২ জনকে দপ্তর বণ্টন এবং বর্তমান উপদেদের মধ্যে ৬ জনের দায়িত্ব পুনর বণ্টন করা হয়েছে। যদিও নতুন শপথ নেওয়া উপদেষ্টা মাহফুজ আলমকে এখনো কোন দপ্তর দেওয়া হয়নি।

রোববার ১০ নম্বর রাতে নতুন শপথ না উপদেষ্টাদের দপ্তর বণ্টন ও পুরনোদের পুনর্বণ্টন  করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন উপদেষ্টাদের মধ্যে শেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বজ্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। আর সালেহ উদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়, ড. আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, হাম্মন আরিফ তুমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, আলী ইমাম মজুমদার খাদ্য মন্ত্রণালয়, আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন।

জেপি/নি-১১/প