logo
আপডেট : 10, November 2024 18:21
পাচার হওয়া অর্থ ফেরাতে সিঙ্গাপুরের সাহায্য চাইলেন ড. ইউনূস

পাচার হওয়া অর্থ ফেরাতে সিঙ্গাপুরের সাহায্য চাইলেন ড. ইউনূস

দেশের পাচার হওয়া বিলিয়ন ডলার পুনরুদ্ধার এবং অভিবাসনের ব্যয় কমাতে সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১০ নভেম্বর) ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ডেরেক লো’র সঙ্গে বৈঠকে এ আহ্বান করেন তিনি।

প্রায় ঘণ্টাব্যাপী এ আলোচনায় ড. ইউনূস বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত সহায়তা চান তিনি। এসময় অধ্যাপক ইউনূস বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের খচর উল্লেখযোগ্যভাবে কমাতে সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানান।

দ্বিপাক্ষিক বৈঠক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, অন্তবর্তীকালীন সরকারের পররাষ্ট্রনীতি শিপিং, শিক্ষা এবং নিজ নিজ জনগণের স্বাস্থ্যসেবা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও মুখ্য সমন্বায়ক লামিয়া মোরশেদ এবং ঢাকায় সিঙ্গাপুরের চার্জ ডি’ অ্যাফেয়ার্স মাইকেল লি।

জেপি/নি-১০/প