logo
আপডেট : 10, November 2024 16:04
টাঙ্গাইলে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ

টাঙ্গাইলে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ

আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইল :

টাঙ্গাইলে রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জেলা ইজতেমা (সাদ পন্থি) শেষ হয়েছে।

গত শুক্রবার (৮ নভেম্বর) ফজরের নামাজের পর মাওলানা সৈয়দ আনিসুজ্জামানের বয়ানের মাধ্যমে এ ইজতেমার কার্যক্রম শুরু হয়েছিল। টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর মিনি স্টেডিয়াম মাঠে এ ইজতেমার আয়োজন করা হয়।

ইজতেমা পরিচালনা কমিটির সদস্য মো. শামীমুল ইসলাম জানান, কাকরাইলের মাওলানা মনির বিন ইউসুফ আখেরি মোনাজাত করান। জেলার ১২ টি উপজেলার ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসেছিলেন। এছাড়াও ইন্দোনেশিয়া থেকে ৯ জনের একটি দল ইজতেমায় অংশ নেয়। জুমার নামাজে প্রায় ১৫ হাজার মুসুল্লি অংশ নিলেও আখেরি মোনাজাতে প্রায় ১০ হাজার মুসুল্লি অংশ নিয়েছিলো।

ইজতেমাকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। ইউনিফর্ম ছাড়াও সাদা পোশাকে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। এছাড়াও গোয়েন্দা তৎপরতাও লক্ষ্য করা গেছে।

জেপি/নি-১০/প