logo
আপডেট : 10, November 2024 16:46
স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল

স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল

প্রতিনিধি, চিলমারী (কুড়িগ্রাম):

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেছেন, দিল্লিতে বসে বাংলাদেশে অপ্রীতিকর ঘটনা তৈরি করেন আর দেশ যদি অশান্তিতে থাকে তাহলে দিল্লিও শান্তিতে থাকবে না। আবার যদি আপনি (শেখ হাসিনা) মাথাচাড়া দিয়ে ছাত্রলীগ গুন্ডালীগকে উষ্কানি দেয়ার চেষ্টা করেন তাহলে আপনার (শেখ হাসিনা) স্থান কোথায় হবে এই বাংলাদেশের জনসাধারণ ও ছাত্রসমাজ নতুন করে চিন্তা করবে।

রবিবার (১০ নভেম্বর) দুপুরে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে গণজমায়েত ও প্রতিবাদ মিছিলে এ কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা।

তারা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান যারাই ধূলিসাৎ করার চেষ্টা করবে। তাদের বিরুদ্ধে এই দেশের আপামর জনসাধারণ ও ছাত্রসমাজ এক হয়ে সেটি দমন করবে।

এর আগে, চিলমারী সরকারি কলেজ মোড় হতে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে প্রধান সড়ক ঘুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এসময় ছাত্রপ্রতিনিধি- মেহেদী হাসান শান্ত, সাব্বির আহমেদ, রেজাউল করিম,  ফিরোজ বক্তব্য রাখেন।

জেপি/নি-১০/এমএইচ