logo
আপডেট : 10, November 2024 12:52
ভিনির হ্যাটট্রিকে ফের জয়ে ফিরলো রিয়াল

ভিনির হ্যাটট্রিকে ফের জয়ে ফিরলো রিয়াল

ঘরের মাঠে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সার কাছে এক হালি  গোল খেয়েছিল রিয়াল মাদ্রিদ। এরপর এসি মিলানের কাছেও বিধ্বস্ত হলো তারা। তাই ওসাসুনার বিপক্ষে জয় পাওয়া ছিল অনেকটা চ্যালেঞ্জর মতো। তবে ভিনির হ্যাটট্রিকে ৪-০ গোলের বড় জয়ে সেই চ্যালেঞ্জে খুব সহজেই মোকাবিলা করেছে লস ব্লাস্কোসরা। যদিও ভোল খার এখনো কাটেনি ফরাসি তারকা এমবাপ্পের।

ম্যাচের ২০ ও ৩০ মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল। ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন দুই ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো এবং মিলিতাও। অবশেষে ৪০ মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোলে করেন ব্রাজিলিয়ার তারকা ভিনিসিয়াস জুনিয়র। এর ২ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ তারকা জুড বেলিংহাম। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে আবারও গোল করেন ভিনিসিয়াস। ৩-০ গোলে এগিয়ে যায় রিয়াল। অবশেষে ম্যাচের ৬৯ মিনিটে লুইস দিয়াজের সহায়তায় মৌসুমের দ্বিতীয় হ্যাটট্রিক পূরণ করেন হ্যাটট্রিকে ব্রাজিলিয়ার তারকা ভিনিসিয়াস জুনিয়র। ৪-০ গোলে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। এরপর আর ব্যবধান বাড়াতে বা কামাতে সক্ষম হয়নি কোনো দলই। অবশেষে ৪-০ গোলে শেষ হয় নির্ধারিত হয়। নিজেদের মাঠে প্রতিপক্ষের জলে এক হালি গোল দিয়ে ঘুরে দাঁড়ায় রিয়াল।

এই জয়ে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে রিয়ার মাদ্রিদ । অন্যদিকে সমান ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।

জেপি/নি-১০/প