logo
আপডেট : 09, November 2024 16:53
সাফজয়ীদের দেড় কোটি টাকা পুরস্কার দিচ্ছে বাফুফে

সাফজয়ীদের দেড় কোটি টাকা পুরস্কার দিচ্ছে বাফুফে

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শনিবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বাফুফের নতুন কমিটির প্রথম সভা শেষে ব্রিফিংয়ে এই ঘোষণা দেওয়া হয়।

ব্রিফিংয়ে বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা প্রদান করা হবে। আমরা খুব শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে এটি প্রদান করব।’

শুধু খেলোয়াড় নয়, দলের সঙ্গে থাকা সবাই এই পুরস্কারের আওতায় আছেন বলে স্পষ্ট জানিয়েছেন বাবু।

বাফুফের তহবিল সংকট চলছে, এর মধ্যেও এই পুরষ্কার দেওয়া নিয়ে প্রশ্নের জবাবে বাবু বলেন, ‘আমরা দেড় কোটি টাকা শিগগিরই সংগ্রহ করব। সংগ্রহ হওয়া মাত্রই আমরা সেটা নারী ফুটবল দলকে প্রদান করব।’

মূলত বাফুফের নির্বাচিত ব্যক্তিবর্গের মাধ্যমেই সাবিনাদের বোনাসের অর্থ প্রদান করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, ২০২২ সালেও সাবিনারা সাফ চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেই সময় বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা পুরস্কার ছিল না।

তবে এবার সাবিনারা পুনরায় চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবার আগে ২০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করে। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এক কোটি টাকা প্রদানের ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জেপি/নি-৯/এমএইচ