আপডেট : 09, November 2024 13:40
যুক্তরাষ্ট্র বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চায়
বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চায় যুক্তরাষ্ট্র। একইসাথে যেকোনো হামলার জন্য দায়ীদের যেন জবাবদিহিতার আওতায় আনা হয় সেই আশাও করছে দেশটি।
বৃহস্পতিবার ওয়াশিংটনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই কথা বলেন।
সাংবাদিকদের তিনি বলেন, আমরা বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমরা স্পষ্ট করে বলেছি, ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন দেখতে চাই।
মিলার বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী যেকোনো হামলায় জড়িতদের জবাবদিহিতার আওতায় আনা হবে, যুক্তরাষ্ট্র এমনটিই দেখতে চায়।
এসময় বাংলাদেশসহ বিশ্বের যেকোনো জায়গার ক্ষেত্রে তাদের অবস্থান একই রকম বলেও উল্লেখ করেন তিনি।
জেপি/নি-৯/এমএইচ