logo
আপডেট : 07, November 2024 17:47
ছাত্র-শিক্ষক সমাজ চিন্তার স্বাধীনতা ফিরে পেয়েছে

ছাত্র-শিক্ষক সমাজ চিন্তার স্বাধীনতা ফিরে পেয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিপ্লবের মাধ্যমে ছাত্র-শিক্ষক সমাজ চিন্তার স্বাধীনতা, মুক্তবুদ্ধির চর্চাকে আবার সবাই ফিরে পেয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে বোস-আইনস্টাইন পরিসংখ্যান শতবর্ষ উদযাপন ঢাকার উত্তরাধিকারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা এ সময় বলেন, ১৯২৪ সালে অনেক পেছনে রেখে এসেছি। কালের পরিক্রমায় বসুর আবিষ্কারটি কি এতটুকু ম্লান হয়েছে? পদার্থবিদরা বলছে মোটেই না। যার প্রমাণ এই আবিষ্কারটি ভবিষ্যদ্বাণীতে সত্য প্রমাণ করে সৃষ্ট বোস আইনস্টাইন কনডেনসেট পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে ভূষিত হয়েছে ২০০১ সালে।

ড. ইউনূস বলেন, বিপ্লবের ফসল আমাদের অন্তর্বর্তী সরকারের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে এর উপযুক্ত পরিবেশ সৃষ্টির সকল প্রয়াস নিতে প্রস্তত রয়েছে। এই কাজে নিবেদিত সবার কাছ থেকে চাহিদা , পরামর্শ আসতে হবে। নিজের ওপর আস্থা থাকলে আমরা এটি করতে পারবো।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ এবং সেন্টার ফর অ্যাডভান্স স্টাডি অ্যান্ড রিসার্চ ইন ন্যাচারাল সায়েন্সস যৌথভাবে দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে।

জেপি/নি-৭/প