logo
আপডেট : 06, November 2024 18:09
অন্তর্বর্তী সরকারকে সহায়তায় প্রস্তুত ইইউ

অন্তর্বর্তী সরকারকে সহায়তায় প্রস্তুত ইইউ

বাংলাদেশের বিভিন্ন খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), এমনটিই জানিয়েছেন সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা পামপালোনি। দুর্নীতির বিরুদ্ধে একসাথে কাজ করার কথাও জানিয়েছেন তিনি।

বুধবার (৬ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এসব জানান তিনি।

পাওলা পামপালোনি প্রধান উপদেষ্টাকে বলেন, ‘বার্তাটি খুবই স্পষ্ট। ইউরোপীয় ইউনিয়ন আপনার পাশে রয়েছে। আমরা আপনার সংস্কারকে সমর্থন করতে চাই।’

তিনি বলেন, ‘সংস্কারের জন্য অর্থের কোনো ঘাটতি হবে না। ইইউ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় কারিগরি সহায়তাও দেবে।’

প্রধান উপদেষ্টা এসময় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নেপাল ও ভারতের সঙ্গে আঞ্চলিক বিদ্যুৎ সংযোগ বাড়াতে ইউরোপীয় ইউনিয়নকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘নেপালে বিশাল জলবিদ্যুৎ রয়েছে, যা অপচয় হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের কিছু সহায়তায় নেপাল, বাংলাদেশ এবং ভারত এতে উপকৃত হতে পারে।’

বাংলাদেশের শ্রম অধিকার সংস্কারের প্রতি অঙ্গীকারের কথা পুনরায় নিশ্চিত করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে আমরা আন্তর্জাতিক মান বজায় রাখবো। কোনো লুকোচুরি হবে না। আমরা আর এই খেলা খেলতে চাই না।’

এসময় ইইউ কর্মকর্তা বাংলাদেশকে আরও বিনিয়োগের সুযোগ তৈরি করতে উৎসাহিত করেন, যা আরও কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বাণিজ্য বাড়াবে।

পামপালোনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখন আমাদের এমন একজন আছেন যার সঙ্গে বাংলাদেশে কাজ করা সম্ভব। আপনাকে (ড. ইউনূস) একা অনুভব করতে হবে না। আমরা সত্যিই সমর্থন দিতে আগ্রহী।’

এসময় ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার উপস্থিত ছিলেন।

জেপি/নি-৬/এমএইচ