logo
আপডেট : 05, November 2024 12:05
আজ যুক্তরাষ্ট্রের ভোট, কে বসছেন ওয়াশিংটনের মসনদে

আজ যুক্তরাষ্ট্রের ভোট, কে বসছেন ওয়াশিংটনের মসনদে

বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। অপেক্ষার পলা শেষ করে আজ মঙ্গলবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে দেশের দেশটির ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন। কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প কে বসতে যাচ্ছেন ওয়াশিংটনের মসনদে এবার সেটাই দেখার বিষয়।

এবারের মূল লড়াইটা হচ্ছে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে।একজন হলেন রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বলাই বাহুল্য তাঁদের মধ্যে তীব্র লড়াই হবে এবার। তবে তারা ছাড়াও আরও ৪জন প্রার্থী নির্বাচনে লড়াই করবেন। নির্বাচন বিশ্লেষকদের মতে তেমন বড় কোনো পার্থক্য করতে পারবেন না তারা।

বিশ্লেষকরা বলছেন, আজকের নির্বাচনে মার্কিন সাতটি গুরুত্বপূর্ণ রাজ্য মূল ভূমিকা পালন করবে। কারণ এগুলোতে ভোটের ফলাফল নির্ধারণ করা কঠিন, রাজ্যগুলোতে ডেমোক্রেট ও রিপাবলিকান প্রার্থীর সমর্থন প্রায় সমান। তাই দোদুল্যমান এই অঙ্গরাজ্যগুলোর দিকেই সবার নজর। আর দুই প্রার্থীও ব্যস্ত এই অঙ্গরাজ্যগুলো ঘিরেই ব্যস্ত সময় পার করছেন।

রোববার (৩ নভেম্বর) মিশিগানে প্রচারণার সময় গাজায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেন কমলা হ্যারিস। মূলত আরব-আমেরিকান ভোটারদের সমর্থন পেতেই এই ই ধরনের প্রতিশ্রুতি দিলেন তিনি।

অন্যদিকে একই দিন পেনসিলভানিয়া ও নর্থ ক্যারোলিনায় প্রচারণায় অংশ নেন ট্রাম্প। জো বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্র একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ব্যর্থতার জন্য ডেমোক্র্যাটদের লজ্জিত হওয়া উচিত। রিপাবলিকান পার্টি জিতলে আগামী চার বছর স্বর্ণযুগে পরিণত করার প্রতিশ্রুতি দেন তিনি।

জেপি/নি-৫/প