logo
আপডেট : 05, November 2024 11:40
ফিরতে না ফিরতেই আবারও ইনজুরিতে নেইমার

ফিরতে না ফিরতেই আবারও ইনজুরিতে নেইমার

এএফসি চ্যাম্পিয়নস লিগে ইস্তেঘালের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় দিয়ে শুরু করেছে আল হিলাল। আলেকজান্ডার মিত্রোভিচের দলের হয়ে একাই করেছেন হ্যাটট্রিক। কিন্তু আল হিলালের এই জয়ের আনন্দ রূপ নিয়েছে বিসাদে কারণ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার পড়েছেন ইনজুরিতে।

দীর্ঘ এক বছর চোটেন সঙ্গে লড়াই করে কিছু দিন আগেই মাঠে ফিরেছেন নেইমার। ফেরার পর দ্বিতীয় ম্যাচেই পড়েছেন ইনজুরিতে। ইস্তেঘাল এফসির বিপক্ষে ম্যাচ শেষ না করেই মাছ ছাড়াতে হয়েছে তাকে।

ম্যাচের শুরু একাদশে ছিলেন না নেইমার। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে বদলি হিসেবে নামেন তিনি। তবে ইনজুরিতে পরপর কারণে ৩০ মিনিটের মাথায়ই তাকে উঠে যেতে হয়েছে। ডান পায়ের পেছনের দিকে ছোট পান তিনি। যন্ত্রণায় মাঠের মধ্যেই শুয়ে পড়েন। বাধ্য হয়ে আল হিলালের কোচ তাকে তুলে নেন।

চোট কতটা গুরুতর তা এখনও বোধা যাচ্ছে না। তবে নেইমার তার সমর্থকদের আশ্বস্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, আশা করি এটা বড় কিছু নয় এটা স্বাভাবিক যে এক বছর পর মাঠে নামলে এমনটা জয়। চিকিৎসক আমাকে আগেই সতর্ক করেছিল, তাই আমরা সতর্ক থাকতে হবে এবং আরও বেশি মিনিট খেলত হবে।

জেপি/নি-৫/প