logo
আপডেট : 04, November 2024 15:21
মার্কিন প্রেসিডেন্ট যেই হোক না কেন ইহুদিদের স্বার্থ রক্ষা করা হবে

মার্কিন প্রেসিডেন্ট যেই হোক না কেন ইহুদিদের স্বার্থ রক্ষা করা হবে

নির্বাচনি উত্তাপে বর্তমানে কাঁপছে যুক্তরাষ্ট্র। এবারে নির্বাচনে দুই হেভিওয়েট প্রার্থী হলেন রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বলাই বাহুল্য তাঁদের মধ্যে তীব্র লড়াই হবে এবার। তারা দুজনেই ইহুদি সম্প্রদায়ের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে অর্থ সংগ্রহ করেছেন। এই অর্থ মার্কিন নির্বাচনী তহবিলের একটি গুরুত্বপূর্ণ অংশ।

নির্বাচনে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলে ইসরায়েলের প্রতি সমর্থন বাড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। যেমন, জেরুজালেমে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া। যার কারণে ইহুদিদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এবার তিনি ইহুদিদের স্বার্থ রক্ষার জন্য অঙ্গীকার প্রদান করেছেন।

অন্যদিকে পিছিয়ে নেই বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি নীতি হিসেবে দেখিয়েছেন মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের ওপর গুরুত্বারোপ যা অনেক প্রগতিশীল ইহুদি ভোটারদের জন্য গ্রহণযোগ্য পরিবেশে তৈরিতে ভূমিকা পালন করে। এবারের নির্বাচনে তিনি ইহুদিদের ভারসাম্যপূর্ণ নীতি তৈরি করার অঙ্গীকার প্রদান করেছেন।

মার্কিন নির্বাচনে কমলা ও ট্রাম্প এই দুই হেভিওয়েট প্রার্থী ইহুদিদের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। তাদের মধ্যে যেই নির্বাচিত হোক না কেন মার্কিন প্রশাসন ইহুদি তথা ইসরায়েলের স্বার্থ রক্ষা করে চলবে আগামী দিনগুলোতে।

জেপি/নি-৪/প