logo
আপডেট : 04, November 2024 11:36
অক্টোবরে রেমিট্যান্স এলে প্রায় সাড়ে ২৭ হাজার কোটি টাকা

অক্টোবরে রেমিট্যান্স এলে প্রায় সাড়ে ২৭ হাজার কোটি টাকা

গেল আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২.৩০ বিলিয়ন ডলার।  যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৭ হাজার কোটি টাকা।  রোববার (৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা  বিষয়টি জানিয়েছেন।

গত বছরের অক্টোবরের তুলনায় এবার অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১৬. ৭৫ শতাংশ। ৩০ অক্টোবর বিপিএম ৬ পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রারি রিজার্ভ রয়েছে ১৯.৮৭ বিলিয়ন ডলার।

দেশে যখন বেসরকারি খাতের জন্য প্রয়োজনীয় জ্বালালি, সার এবং পণ্য ইত্যাদি আমদানির জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার সংকটে পড়ে ঠিক তখনই বেড়ে যায় রেমিট্যান্সের প্রবাহ।

আর্থিক বিশেষজ্ঞদের মতে, মূলত দুটি কারণে রেমিট্যান্স বেড়েছে : প্রথমত আমদানি বিলের আন্ডার-ইনভয়েসিং উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আগে এ প্রক্রিয়ায় বড় অঙ্গের অর্থ সরিয়ে নেওয়া হলেও সাম্প্রতিক মাসগুলোতে এটি নিয়ন্ত্রণ করা হয়েছে।

জেপি/নি-৩/প