logo
আপডেট : 02, November 2024 12:39
ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ৮৪

ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ৮৪

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ৫০ শিশুসহ আরও ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, উত্তর গাজার আবাসিক ভবনে দুই দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করার নীতি গ্রহণ করেছে ইসরায়েল। দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে মেডিকেল স্থাপনা ও কর্মীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

অন্যদিকে এমন পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে নৌবাহিনীর যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং দূরপাল্লার বোমারু বিমানসহ আরও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

গত এক বছরের বেশি সময় ধরে গাজায় চালানো আগ্রাসনে এখন পর্যন্ত ৪৩ হাজার ২৫৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ১ হাজার ৮২৭ ফিলিস্তিনি। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

জেপি/নি-২/এমএইচ