স্টাফ রিপোর্টার, রংপুর:
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর ডাক ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ‘অংশীদারিত্বের গণতন্ত্র’ ভিত্তিক প্রজাতন্ত্র কায়েম কর বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে নগরীর প্রেসক্লাব চত্বরে জেএসডি রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা জেএসডির সভাপতি আমিন উদ্দিন বিএসসি। আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপি'র আহ্বায়ক শামসুজ্জামান সামু, সমন্বয়ক গণসংসতি আন্দোলন তৌহিদুর রহমান, রংপুর জেলা জেএসডি'র সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস সাদেক জিহাদী, রংপুর মহানগর জেএসডি'র সভাপতি সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক এবিএম মশিউর রহমান, সহ সভাপতি সার্জেন্ট অব: আতিয়ার রহমান, সদস্য জেএসডি'র মাহমুদ শামসুল আলম প্রমুখ।
সভাপতির বক্তব্যে বিএসসি বলেন, ছাত্র জনতার অভুত্থাণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে অংশীদারিত্বের গণতন্ত্র ভিত্তিক প্রজাতন্ত্র কায়েম। জনগণের সমতার অধিকার প্রতিষ্ঠায় শ্রেণি-পেশার জনগণের প্রতিনিধিত্বে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন, এক ব্যক্তির দুই ভোট, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, খাদ্য দ্রব্য সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায় নিয়ে আসতে হবে
জেপি/নি-১/প