স্পেনে আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশ ও আশপাশের এলাকায় এই বন্যা দেখা দেয়।
গত মঙ্গলবার (২৯ অক্টোবর) মুষলধারে বৃষ্টির জেরে আকস্মিক এই বন্যা শুরু হয়।
এতে শুধু ভ্যালেন্সিয়া প্রদেশেই মৃত্যু হয়েছে ৯২ জনের। স্পেনের সরকার জানিয়েছে, বন্যায় এখনো বেশ কয়েকজন নিখোঁজ। তাই মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
আকস্মিক এই বন্যায়, পূর্ব উপকূল এবং মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার মধ্যবর্তী প্রধান মহাসড়কসহ ৬০টিরও বেশি সড়ক বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির টেরিটোরিয়াল পলিসি অ্যান্ড ডেমোক্রেটিক মেমোরি বিষয়ক মন্ত্রী অ্যাঞ্জেল ভিক্টর টোরেস।
দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ বন্যায় হতাহতের জন্য দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।
অতিবৃষ্টির কারণে গত পাঁচ দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বন্যার মুখোমুখি হয়েছে ইউরোপের এই দেশটি। এর আগে, ১৯৭৩ সালে এক বন্যায় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছিল।
জেপি/নি-৩১/এমএইচ