logo
আপডেট : 30, October 2024 17:50
এবার মমতাজের বিরুদ্ধে নাশকতার মামলা, গ্রেফতার ৪

এবার মমতাজের বিরুদ্ধে নাশকতার মামলা, গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মঙ্গলবার হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান দুলাল বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় আওয়ামী লীগের ৮৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগের হরিরামপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাসারসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সবুজ (৫৫), উপজেলার ছয়আনী গালা গ্রামের হারুন অর রশিদ (৫৮), কালই গ্রামের নিত্য সরকার (৪৫) ও মতিয়ার রহমান মতি (৬৫)।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ৩০ মে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার হরিরামপুরের বাসায় জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ আয়োজনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগম, হরিররামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার বাচ্চু, সাধারণ সম্পাদক আব্দুর রউফ দেওয়ানের নির্দেশে আসামি আওয়ামী লীগের নেতা কর্মীরা সংঘবদ্ধ হয়ে রিতা-র বাসার হামলা চালিয়ে উপস্থিত লোকজনকে লাঠি, রড, বাটাম ও হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি মারধর করে। তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলিবর্ষণও করে। এছাড়াও সভাস্থলের মঞ্চ, চেয়ার-টেবিল, মাইকসহ বাসভবনের আসবাবপত্রে আগুন ধরিয়ে দিলে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ বিষয়ে বাদী থানায় মামলা করিতে গেলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় থানায় মামলা গ্রহণ করেনি।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

জেপি/নি-৩০/এমএইচ