logo
আপডেট : 30, October 2024 12:38
সায়েন্সল্যাব মোড়ে ফের ৭ কলেজের শিক্ষার্থীদের অবরোধ

সায়েন্সল্যাব মোড়ে ফের ৭ কলেজের শিক্ষার্থীদের অবরোধ

৭ কলেজ নিয়ে আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমিশন গঠন না করায়, পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবরোধ করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা।

আজ বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১ টা দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেন তারা। সায়েন্সল্যাব মোড়ে অবস্থান করার কারণে বন্ধ হয়ে গেছে ওই এলাকার যান চলাচল। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

শিক্ষার্থীরা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত কমিশন গঠনের ঘোষণা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হবে।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পার্সন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুল রহমান বলেন, এই মুহূর্তে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছাড়া ৭ কলেজের সংকট সমাধান সম্ভব না।গতকালও আমরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম কিন্তু কর্তৃপক্ষ কোনো নজর দেয়নি। যে কারণে আমরা আজ আবারও অবস্থান কর্মসূচি পালন করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত অলেজ শিক্ষার্থীদের এই আন্দোলন চলবে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো:

১ অনতিবিলম্বে সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে।

২. এই কমিশন বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে ৩০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবে।

৩. স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো সেশনজট তৈরি হতে পারবে না। যতদিন বিশ্ববিদ্যালয় গঠন না হবে ততদিন সেশনজট যেন না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে

জেপি/নি-৩০/প